ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে দখলদার ইজরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর বাজারে সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে মিছিল বের হয়ে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পদক্ষিন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দাল হুসাইন,মাওলানা জুনাইদ,মাওলানা আবু মুসা,তানভীর আহমদ, মোশারফ আলী, হাসান আহমদ,মো:মেহেদী হাসান ও হাসান আহমদ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা সমাবেশ থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানাচ্ছি।