1. info@osmaninagartimes.online : দৈনিক ওসমানী নগর টাইমস : দৈনিক ওসমানী নগর টাইমস
  2. info@www.osmaninagartimes.online : দৈনিক ওসমানী নগর টাইমস :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক ওসমানী নগর টাইমস" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

ওসমানীনগরে মুন্সিগুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স ট্রাস্টের ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ওসমানীনগর প্রতিনিধি::মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব নাসির আহমদের প্রতিষ্ঠিত সিলেটের ওসমানীনগরের ঐতিহ্যবাহী মুন্সিগুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স ট্রাস্ট হিফযুল কোরআন, আলিয়া মাদ্রাসা ও এতিমখানার ২য় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনজুরে মাওলা’র সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক আনহারুজ্জামানের সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী,প্রধান মেহমান ছিলেন আমেরিকা থেকে আগত আল্লামা আবু আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা,প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা থেকে আগত বাংলাদেশ তাহরিকে খতমে নবুয়্যত কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা এনামুল হক আজাদী, প্রধান বক্তা ছিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আগত হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদীসহ আমন্ত্রিত উলামায়ে কেরামগণ।
মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং ৫ জন কোরআনে হাফিজ ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়। মাহফিল শেষে সকল মুসল্লীদের নতুন বছরের ক্যালেন্ডার ও শিরনী দেওয়া হয় এবং মুন্সিগুল মোহাম্মদ লতিফিয়া কমপ্লেক্স ট্রাস্ট হিফযুল কোরআন, আলিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাসির আহমদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক আনহারুজ্জামান জানান, আলহামদুলিল্লাহ দেশ-বিদেশের সবার সহযোগিতায় মাদ্রাসার উন্নয়ন এখন উন্নতির দিকে রয়েছে। প্রতিবছর মেধাবী ও গরিব শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা ও খেলাধুলার সু-ব্যবস্থা উন্নত আবাসস্থল ও মানসম্মত খাবার পরিবেশনের সু-ব্যবস্থা রয়েছে । পড়াশোনার মানন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদ নিয়ে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয় । সাপ্তাহিক শিক্ষা সেমিনার ও বার্ষিক প্রতিযোগিতা এবং শিক্ষা সফরের আয়োজনও করা হয়। এরকম কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© দৈনিক ওসমানী নগর টাইমস
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট