ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়ন এর রহমতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লন্ডন প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক শিক্ষানুরাগী রহমতপুর উচ্চ বিদ্যালয় আজিবন দাতা সদস্য শেখ সাইদুল হকের বিদ্যালয়ে আগমন উপলক্ষে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং সাদীপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক ওসমানীনগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল হক, বিশেষ অতিথি ২নং সাদীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এস,এম,মাসুদ আহমদ,
এ সময় সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সাইদুল হককে বিদ্যালয় এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়,
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শেখ সাইদুল হক সকলের সুস্বাস্থ্য কামনা করে তার ভয় বৃদ্ধ পিতার জন্যে সবার কাছে দোয়া প্রার্থনা করেন,এবং তার ব্যক্তিগত তহবিল থেকে বিদ্যালয়ে নগদ বিশ হাজার টাকা অনুধান ও প্রতি বছর গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রধান সহ তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সৈয়দ মোফাজ্জল আলী ছাত্র বিষয়ক সম্পাদক
ওসমানীনগর উপজেলা বিএনপি।
সিনিয়র শিক্ষক সামছুজ্জামান,সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন,রফিক উদ্দিন আলম, সমাজকর্মী মাজিদুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান সিনিয়র শিক্ষক শুভ্র চন্দ্র মালাকার
এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, অবিদ নুর, মোস্তাব আলী, লুৎফুল হক, কলি রানী ধর রুবেনা ইয়াসমিন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।