সুয়েবুর রহমান ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেট ওসমানীনগরে ঘন কুয়াশা ও হালকা বাতাসে প্রচন্ড শীতের কবলে মানুষ সহ প্রাণী কূল। দিনভর দেখা মিলেনি সুর্যের, বৃষ্টির মতো ঝরছে শিশির কনা। বয়ে যাওয়া ঠান্ডা বাতাসে বিপর্যস্ত এ অঞ্চলের মানুষ ও পশু পাখি । বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল
থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উপজেলার গ্রামীণ জনপদ ও পরিবেশ-প্রকৃতি। হিমশীতল বাতাসে বিপর্যস্ত পরিস্থিতির তৈরি হয়েছে। সিলেট ঢাকা মহাসড়ক বাহিত এ জনপদের মানুষে শীতের কম্পনে কাবু হয়ে ঘরের বাহিরে দেখাগেছে কম লোকজন। ঘন কুয়াশা থেকে রক্ষা পেতে মহাসড়ে হেড লাইট জালিয়ে স্থানীয় ও দূর পাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঠান্ডা বাতাস প প্রচন্ড শীতের কবল থেকে রক্ষা করতে গরু মহিষ সহ গৃহপালিত প্রাণীদের গায়ে চটের বস্তা পরিয়ে দেওয়া হচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা চালাতে দেখা গেছে গ্রামীণ ঞ্চলের হতদরিদ্র মানুষদের। প্রয়োজনের বাইরে কেউ ঘর থেকে হচ্ছেনা। এদিকে জিবন জীবিকার তাগিদে নিম্ন বিত্তদের কাজে বের হতে দেখা গেছে, যেমন, ভ্যান চালক, নির্মান শ্রমিক,জেলে, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। শীতার্থ অনেক পথচারিদের সাথে আলাপকালে তারা জানান ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে।
কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সিলেট সহ ওসমানীনগর উপজেলার গ্রামীণ জনপদ । আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ৮ কিমি।