সুয়েব আহমদ ওসমানীনগর প্রতিনিধিঃ
একজন নীরব দানশীল,পরোপকারী,সমাজসেবকের নাম মোতাহির খান।তিনি একজন সাদা মনের মানুষ।সিলেট জেলার অবিভক্ত বালাগঞ্জ উপজেলার বড় হাজিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।তার পিতা মরহুম হাজি ইছদ্দর খান সারঙ্গ একজন খ্যাতিমান সম্মানী সালিশী ব্যক্তিত্ব ছিলেন।পুরো এলাকাজুড়ে উনার নাম ডাক ছিলো।মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,সাবেক মন্ত্রী বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিলো তার।মোতাহির খান দীর্ঘদিন ধরে স্বপরিবারে স্থায়ীভাবে ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরের নটিংহামে বসবাস করছেন।তবে দেশমাতৃকার টানে ঘনঘন দেশে ছুটে আসেন এই কর্মব্যস্ত মানুষ।দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে রয়েছে তার সার্বক্ষণিক যোগাযোগ।প্রবাসে তিনি মিস্টার খান হিসেবে সবার কাছে সুপরিচিত।বাঙ্গালি কমিনিউটির সবার কাছে এক সুখ্যাত সম্ভাবনাময় নাম মোতাহির খান।তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাঙালি কমিনিউটির বিভিন্ন দায়িত্ব পালন করেন।জনাব খান কখনো ঢাক-ঢোল পিটিয়ে সমাজসেবা করেন না কিংবা কাউকে সহায়তা করেন না।নিভৃতচারী মিডিয়া বিমুখ মানুষ হিসেবে নীরবে অসহায় মানুষদের সহায়তা করেন।পাশে দাঁড়ান।বলা চলে,আর্তমানবতার সেবায় এক নীরব সমাজসেবক ও কর্মবীরের নাম মোতাহির খান।কত মানুষের বিপদে-আপদে তিনি যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার সঠিক পরিসংখ্যান বলা মুশকিল।কোনো কিছু পাওয়ার আশায় কিংবা কোনো পদ-পদবীতে আসীন হওয়ার জন্য কাউকে তিনি সহায়তা করেন না।সহায়তা করেন মানবতার তাগিদে।সদালপী,বিনয়ী,নম্র,ভদ্র,মানবতার ফেরিওয়ালা এই মানুষটির সকল মানবিক কর্মকাণ্ড ও আগামীর সকল কর্মযজ্ঞ সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হোক।