ওসমানীনগর প্রতিনিধি ::
নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি,সাবেক সংসদ সদস্য,ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এম.ইলিয়াস আলী দীর্ঘ তেরো বছর ধরে রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থেকেও পাহাড়সম জনপ্রিয়তা ধরে রেখেছেন।যা রাজনৈতিক অঙ্গনে এক বিরল ঘটনা।তার সন্ধানের দাবিতে রাজপথ উত্তাল করা থেকে শুরু করে প্রাণহানির ঘটনাও ঘটেছে।মানুষের আহাজারি,আর্তনাদ,অনুভূতি প্রকাশ,অশ্রুপাতই প্রমাণ করে তার প্রতি তাদের ভালোবাসার অন্তর্নিহিত বাণী।বারবার তিনি মানুষের অকৃত্রিম ও অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন।যার নিখোঁজ হওয়ার প্রতিচ্ছবি অবলোকন করেছে বাংলাদেশসহ সারা দুনিয়া।আপাদমস্তক দেশপ্রেমিক,নিরহংকার,সৎ ও অকুুতোভয় সাহসী মানুষ হলেন এম.ইলিয়াস আলী।সহজ-সরল,সাধারণ জীবনযাপনে অভ্যস্ত একজন বাঙালি নেতার বিরল প্রতিকৃতি তিনি।স্বাধীনতা,সার্বভৌমত্ব,গণতন্ত্র একইসঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের প্রতি তার গভীর শ্রদ্ধা,গর্ববোধ ও প্রবল ভালোবাসা ছিলো।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী,গণতন্ত্রের জননী,আপসহীন
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তার অাস্থা ছিলো অপরিসীম।এর প্রমাণ তিনি রেখেছেন দেশের দুঃসময়ে-ক্রান্তিকালে।তার আপসহীন লড়াকু এই কর্তব্যবোধ দেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।সাধারণ মানুষের জন্য তার অফুরন্ত দরদ ছিলো,মানুষকে নিয়ে ভাবতেন তিনি।যা তার সঙ্গে একান্ত আলাপচারিতায় ক্রমেই ফুটে উদ্ভাসিত হয়ে উঠতো।তিনি প্রায়ই সিলেটের আঞ্চলিক ভাষায় মজার মজার কথা বলতেন।প্রখর মেধাবী একজন মানুষ ইলিয়াস আলী।একইসঙ্গে ছিলেন সিদ্ধান্তে অটল,অবিচল,আপসহীন,দৃঢ়চেতা এক ব্যক্তিত্ববান পুরুষ।আজকে সিলেট-২ আসনের চেহারা আমূল পাল্টে গেছে।বর্তমানে এ অঞ্চলটি সিলেটের অন্যতম প্রধান জনবহুল উন্নত জনপদে পরিণত হয়েছে।সংসদ সদস্য হিসেবে নির্বাচনী এলাকার আনাচে-কানাচে সর্বত্র উন্নয়নের জোয়ার বইয়ে দিয়ে মানুষের হৃদয়ে গড়ে নিয়েছেন স্থায়ী আসন।একজন দক্ষ সংগঠক ও জনপ্রিয় নেতা হিসেবে হবিগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে স্বাধীনতা পরবর্তী সময়ে ২০১১ সালে সর্বপ্রথম ধানের শীষের বিজয় আসে তার হাত ধরে।উপজেলা-পৌর-ইউনিয়ন নির্বাচনে সিলেট অঞ্চলে বিএনপি দলীয় প্রার্থীরা ভোটযুদ্ধে উতরে যান ইলিয়াস আলীর ম্যাজিক ম্যানিয়ায়।সিলেট-২ আসনে তিনি যে পরিমাণ উন্নয়ন করেছেন তা সাম্প্রতিককালে এক নজিরবিহীন ঘটনা আমাদের এ সমাজে।একজন মোহজয়ী,স্বাধীনচেতা,অভিমানী ইলিয়াস আলীর এসব কীর্তি চিরভাস্বর হয়ে থাকবে পূণ্যভূমি সিলেটের কোটি মানুষের হৃদয়ে।ইলিয়াস আলী সিলেটবাসীর এক অনুভূতির নাম।তাকে ঘিরেই সতত আবর্তিত হোক আমাদের প্রিয় সিলেটের মাটি ও মানুষ।