ওসমানীনগর প্রতিনিধি::
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আগস্টের পট পরিবর্তনের পর অন্তবর্তীকালিন সরকারের অধিনে দেশ পরিচালনা হচ্ছে। সরকারের পক্ষে দেশে সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজ শেষে সুষ্ঠ গণতান্ত্রিক পক্রিয়ায় তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। সরকারের সংস্কার কাজে যাতে কেউ কোন ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্তিতিশীল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াসপত্নী লুনা বলেন,গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে পালিয়েছে। এখন বিদেশে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের দলের নেতাকর্মীদের বিভিন্ন উস্কানি দিচ্ছেন। আপনারা শান্তিতে আছেন, ভাল আছেন। আপনাদের উপর কোন জুলুম হচ্ছে না। কোন গায়েবী মামলা হচ্ছে না। কোনো অবস্থাতেই চক্রান্তের ফাঁদে পা দিবেন না। চক্রান্তে পা দিলে ভূক্তভুগী আপনারাই হবেন। আপনারা দেশের সাধারণ জনগন হিসাবে দেশে বসবাস করেন। তবে, যারা এতো দিন সাধারণ মানুষের উপর অত্যাচার ও বাড়িঘর দখল করেছেন। তাদের কিন্তু আমরা ছাড়বো না। অন্যায়কারীরা শাস্তি পেতেই হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম জিতুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক লাহিন হোসেন ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মখন মিয়ার যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, সহ-সাংগঠনিক কবির আহমদ, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমদ, ছাত্রদলের সভাপতি সাহেদ মাসুদ প্রমুখ। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী-পেশার দুই সহস্রাধিক রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও দেশ জাতীর মঙ্গল কামনায় মোনাজাত করেন হাফিজ রুহুল আমিন। সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।