ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়ে জনতা। গত রোববার দিনগত তিনটার দিকে উপজেলার দয়ামীর ইউপির সোয়ারগাঁও এলাকা থেকে তাদের আটক করে ওসমানীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে এলকাবাসী। ওসমানীনগর থানা পুলিশ ডাকাতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে জনতার গণধোলাইয়ে আহত হয়ে অজ্ঞান অবস্থায় থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি বলে ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিনগত গভীর রাতে উপজেলার দয়ামীর ইউপির সোয়ারগাঁও এলাকায় ডাকাত প্রবেশ করেছে জেনে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানির হলে শত শত মানুষ লাটিশোটা নিয়ে পুরো গ্রাম জুরে ধাওয়া করতে থাকেন। এক পর্যায়ে রাত তিনটার দিকে ২ ডাকাতকে জনতা ধরে ফেলে গণধোলাই দিয়ে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ আহত ডাকাতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করে।
ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদের জ্ঞান না ফেরায় তাদের নাম পরিচয় সনাক্ত করা সম্ভয় হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।