ওসমানীনগর প্রতিনিধিঃঃ পশ্চিম পৈলনপুরের সুসন্তান ও তরুণ আলেম মাওলানা আনিসুর রহমান এলাকার এক পরিচিত মুখ।কর্মনিষ্ঠা আর দক্ষতায় পরিণত হয়েছেন একজন বিশ্বস্ত ব্যক্তিত্বে।ছাত্রজীবনে লেখাপড়া করেছেন ঐতিহ্যবাহী গলমুকাপন দারুসসুন্নাহ মাদরাসা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে।ছিলেন ওসমানীনগর থানা ছাত্রমজলিসের সভাপতি।কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রমজলিসেরও ছিলেন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল।গেলো কয়েক বছর ধরে বসবাস করছেন বৃটেনে।সম্পৃক্ত রয়েছেন সেখানকার খেলাফত মজলিসের সাথে।পাশাপাশি তিনি এস.এ এক্সপ্রেস এর সিইও।মাওলানা আনিসের জন্ম পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে।সম্প্রতি তিনি নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইনজীবি হিসেবে।তার এই সাফল্যে বন্ধু-সতীর্থ-সহকর্মী সবাই উচ্ছ্বসিত।তারা মাওলানা আনিসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।