ওসমানীনগর প্রতিনিধি:: বিগত১২/০২/২৫ইং রোজ বুধবার ওসমানী নগর উপজেলার খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অগ্নি-বীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত (মরহুম হাজী আমিনুজ্জামান নাহার মিয়া স্মরণে জনাব নিজাম উদ্দিন প্রদত্ত) অগ্নি-বীণা প্রাথমিক বৃত্তি, (মরহুম আব্দুল ওয়াহাব চৌঃ ছুফি মিয়া স্মরণে জনাব সাদ চৌঃ প্রদত্ত) অগ্নি-বীণা জুনিয়র বৃত্তি ও (মরহুম হাজী জমসেদ উল্লা স্মরণে জনাবমকদ্দুছ মিয়া প্রদত্ত) অগ্নি-বীণা মাদ্রাসা মেধা বৃত্তি এবং (মোঃ ফয়ছল ইসলাম প্রদত্ত হাজী রকিব উল্লাহ স্মরণে অগ্নি-বীণা হিফজ় মেধা বৃত্তি এর সহস্রাধিক বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র ও বৃত্তি বিতরণ করা হয়েছে।
অগ্নি-বীণা ছাত্র ও সমাজকল্যাণ সমিতির সভাপতি আশরাফ আহমদ , সাধার সম্পাদক জাবেদ আহমদ,সহ সাধারণ সম্পাদক জামিল আহমদ এবং পূর্ণিমা শিকদার মনির যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ জহিরুল হক ভাইস চ্যান্সেলর, মেট্রোপলিটন ইউনিভারসিটি, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - ড. তাহমিনা ইসলাম অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সভাপতি, উপদেষ্টা পরিষদ, অগ্নি-বীণা ছাত্র ও সমাজকল্যাণ সমিতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - ড. মাহবুবুল হাকিম
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বিশেষ অতিথি বক্তব্য রাখেন - এ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার
সভাপতি, সচেতন নাগরিক কমিটি (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এ সময় বক্তারা অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতির ভুয়ুসী প্রশংসা করে বলেন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো সেই স্লোগানকে সামনে রেখে অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতি এলাকায় যে কাজ করে যাচ্ছে সেটি সত্যি প্রশংসনীয় বক্তারা অগ্নিবীণা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতির
সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীদের উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন,
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দদের অগ্নিবীণা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়,
এ সময় উপস্থিত ছিলেন অগ্নি-বীনা ছাত্র কল্যান সমিতির প্রতিস্টাতা সভাপতি শামিম আহমদ
অগ্নি-বীনা ছাত্র ও সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলির সদস্য শওকত আহমদ সায়মন,
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব কাপ্তান মিয়া,
শিক্ষা অনুরাগী আওলাদ আলী মাস্টার ,ও জিতু মিয়া(মেম্বার) প্রবাসী কামাল আহমদ
অগ্নি-অগ্নি-বীণা সাবেক সভাপতি কামাল আহমদ,
সহ সভাপতি কাঞ্চন শিকদার,সহ সভাপতি শহীদুর রহমান,সাইফুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ
ক্রিড়া সম্পাদক সুহেল আহমদ
সহ-ক্রিড়া সম্পাদক শাহান আহমদ হ্রদয়
সাবেক সাহিত্য সম্পাদক জাকির আহমদ সদস্য জাহাংগির আলম,হ্রদয় ধর ,পাভেল আহমদ, সুহেব মিয়া,নোমান আহমদ,আজির মিয়া,স্বপন ,তানভির আহমদ,সুহাগ,মালেক,সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।