ওসমানীনগর প্রতিনিধিঃ ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর গলমুকাপন গ্রামের কৃিতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ক্রিড়া অনুরাগী আয়ারল্যান্ড প্রবাসী আবিদুর রহমান পল্টু মিয়া কে গতকাল শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বৃহত্তর গলমুকাপন যুবসমাজ এবং তরুণ সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বক্তব্য রাখেন গোয়ালাবাজারে বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বড় হাজিপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হুসাইন আহমেদ, এবং সংবর্ধিত অতিথি আবিদুর রহমান পল্টু,
এসময় উপস্তিতিত চিলেন ফারহান রহমান, নাজমুল আহমেদ, আব্দুল করিম, কামরান মিয়া( ১), কামরান (২), আবু মুসা, ইব্রাহিম, রাকিব মিয়া মোমিন আহমদ, রিয়াদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।