ওসমানীনগর প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথ উপজেলার সিমান্তবর্তী জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সমাজসেবক, শিক্ষানুরাগী,ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব জমির উদ্দিন আহমদ স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার কুরুয়া নতুন বাজারস্থ জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১১ টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেবের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নাজুমল ইসলাম এবং আব্দুল হান্নানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে
বক্তব্য রাখেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহী মো: গোলাম মোস্তফা, কৃষ্ণধন বৈষ্ণব, মোহাম্মদ নাজমুল ইসলাম ও মোঃ শাফিদুল হক,সমাজসেবী মুহিবুর রহমান, মো: আবুল কালাম,আব্দুর রকিব,নিরব সুত্রধর রুদ্র, আনিছা আক্তার তান্নি ও পড়শিকা রানী নাথ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রোকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক মো: কামাল হোসেন, মো: আলমগীর হোসেন, ছাইদুল ইসলাম, মো: আবু রাইয়ুব, সুব্রত কুমার, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য সিরাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সেবুল মিয়া, বিশিষ্ঠ মুরব্বি রহিছুর রহমান, এমদাদুর রহমান ধন মিয়া, কালাই মিয়া, নানু মিয়া, জুনেদ আহমদ, শামীম আহমদ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জমির আহমদ সাহেবের নাতি মোনেম আহমদ প্রমুখ।