নিজস্ব প্রতিবেদকঃ শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন এর রাগীব মজনু উচ্চ বিদ্যালয় এর হলরুমে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৮ তম মৃত্যুবার্ষিকী।
গতকাল সকাল ১১ঘটিকার সময় রাগীব মজনু উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আকলাল আহমদের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক সোহেল আহমেদের পরিচালনায় তার স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরী একজন নিরহংকারী সাদা মনের মানুষ। অর্থ-বিত্ত, প্রভাব প্রতিপত্তির মাঝে থেকেও যার মাঝে বাসা বেঁধেছিল মানব কল্যাণের মহান ব্রত। এই কীর্তিমান নারী ছিলেন মানবকল্যাণে অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং দানবীর ড. রাগীব আলীর অনুপ্রেরণা।
এ সময় বক্তারা আরো বলেন সমাজসেবা ও আর্তমানবতার কল্যাণে নিবেদিত ছিলেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী। সমাজসেবামূলক কাজে রাবেয়া খাতুন ছিলেন রাগীব আলীর সকল কাজের অনুপ্রেরণা।
এসময় উপস্তিতিত ছিলেন রাগীব মজনু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাহী সদস্য ফরহাদ মিয়া,ডাঃ নিরঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক সুয়েল আহমদ, শিক্ষক আতিক আহমদ, শিক্ষক সুফান আহমদ, সহকারী শিক্ষক আজির আহমদ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।