ওসমানীনগরের কৃতি সন্তান রজিউর রহমান মর্তুজার পক্ষ থেকে মদিনাতুল উলুম মহিলা টাইটেল মাদ্রাসার সকল শিক্ষকদের ওমরাহ হজ পাটানোর কার্যক্রম শুরু।
সিলেটের ওসমানীনগর উপজেলার কৃতি সন্তান
যুক্তরাজ্যের একজন সফল ধণাঢ্য ব্যবসায়ী।ধর্মীয়,শিক্ষা,ক্রীড়া এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা রেখেছেন সম্পৃক্ত,দেশে বিদেশে অত্যন্ত সুনামের সাথে সমাজসেবায় নিয়োজিত আলোকিত এই মানুষটির জন্ম ওসমানীনগর থানাধীন পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।তার পিতা তাবলীগ জামাতের আমীর মরহুম হাজি মো. মর্তুজা ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।অসহায় মানুষদের বাড়িয়ে দিতেন সহায়তার হাত।আমৃত্য করে গেছেন ইসলামের খেদমত।বাবার সুযোগ্য উত্তরসূরী হিসেবে রজিউর রহমান মর্তুজাও মানবসেবার পথেই হাঁটছেন।সম্প্রতি উদ্যোগ নিয়েছেন বড় হাজিপুর মদিনাতুল উলুম মহিলা টাইটেল মাদরাসার শিক্ষকদের উমরা হজে পাঠানোর মহতি উদ্যোগ।সেই উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।এছাড়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা রয়েছে তরুণ এই ধণাঢ্য ব্যবসায়ীর।