ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাপন্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাজার মনিটরিং এ আসেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)জনাব শাহানাজ পারভীন,সাথে ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আরিফ রব্বানী
এ সময় নিত্য প্রয়োজনীয় মুদি, ভূষি পন্যের বিভিন্ন দোকান তিনি পরিদর্শন করেন, কোন কোন দোকানে দ্রব্যমূল্যের নির্ধারিত তালিকা প্রদর্শন না করা ও ক্রয়মূল্যের রিসিটের সাথে বিক্রয়মূল্যে ব্যবধান বেশী থাকায় তাদের মৌখিকভাবে সর্তক ও ৪টি দোকানে ভোক্তা অধিকার আইনে ৭হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজার মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন ৫নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব শাহ আলমগীর হোসেন,বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির আলী।ওসমানীনগর থানার এস আই জনাব আব্দুর রহিম,সহ স্হানীয় গণমাধ্যম কর্মীরা।
এ সময় ওসমানীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি)শাহানাজ পারভীন জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে রাখতে ও সিন্ডিকেট করে ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করতে না পারে, সে জন্য বাজার মনিটরিং করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। বাজার মনিটরিংয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। বেশি দামে খাদ্য পণ্য বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।