ওসমানীনগর প্রতিনিধিঃ
ওসমানীনগরে গ্রামবাসীর মালিকানাধীন ভূমিতে অবস্থিত বিল ভোগ দখল করার জন্য একটি চক্র মৎস্যজীবিদের দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেয়ার খবর পাওয়া গেছে। গত ১ অক্টোবর মৎস্যজীবি সম্প্রদায়ের কয়েকজন সদস্য এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদীখালের শেষভাগ লোম বিলের একটি নালার সাথে সংযুক্ত হয়ে মোবারকপুর গ্রামবাসীর মালিকানাধীন প্রায় ১৮ একর ভূমি দীর্ঘদিন ধরে সরকারি মালিকানাধীণ প্রায় ৬৯শতক ভূমির সাথে মিশে পানিতে নিমজ্জিত হয়ে যায়। মেবারকপুর গ্রামবাসী দীর্ঘদিন ধরে তাদের মালিকানাধীন ভূমির লোম বিলের অংশ বিক্রি করে গ্রামের মসজিদ, রাস্তার কাজ, হাওরের বোরো জমির বাঁধ নির্মাণ সহ সামাজিক উন্নয়ন কাজে ব্যয় করেন। একটি চক্র পুরো বিলটি সরকারী বলে সম্মানপুর এলাকার অভয় চান দাস, প্রবিত্র, আব্দুল আজিজ, সসিন্ত নম নামের মৎস্যজীবিদের দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দদের অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।
মৎস্যজীবি সদস্য অভয় চান দাস বলেন, আমরা মৎস্যজীবি মানুষ। সরকারী মালিকানাধীন ভূমিতে মাছ ধরার জন্য আবেদন করেছি।
গ্রামের পঞ্চায়েত কমিটির পক্ষে সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, আকবর খান, হারুন মিয়া, মোস্তফা কামাল, হিরন মিয়া, আব্দাল মিয়া বলেন, বিলে প্রায় ১৯একর ভূমি রয়েছে। এরমধ্যে সরকারী মাত্র ৬৯ শতক। বাকি প্রায় ১৮ একর আমাদের নামে রেকর্ডর্ূক্ত এবং আমরা নিয়মিত খাজনা পরিশোধ করছি। একটি চক্র হিংসা করে আমাদের জমি সরকারি সাজিয়ে দখল নিতে মৎস্যজীবিদের দিয়ে অভিযোগ করিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য কর্মকর্তা নিয়োগ করেছি। প্রতিবেদন আসলে আইনগত ব্যবস্থা নেব।